ইসলাম একটি কালজয়ী আদর্শের নাম। অথচ ইসলামের যথার্থ জ্ঞানের অভাবে আজ সেটা একদিকে যেমন বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হচ্ছে অপরদিকে তেমনি মুসলিম-অমুসলিমরাও ইসলাম সম্পর্কে বিভ্রান্তিতে নিপতিত হচ্ছে। তাই আজ সবচেয়ে বড় প্রয়োজন ইসলামকে যথার্থভাবে উপস্থাপন করা। সেক্ষেত্রে এ বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বইটিতে ইসলামের মৌলিক আকিদা, নৈতিক ও সামাজিক বিধান সংশ্লিষ্ট বহু প্রশ্নের জবাব সন্নিবেশিত হয়েছে। ইসলাম ধর্মের সরলতম ব্যাখ্যা ও বিভিন্ন মতবাদের তুলনায় এর শ্রেষ্ঠত্ব প্রমাণে ড. জামাল আল-বাদাবীর প্রশ্নোত্তর সিরিজ পাশ্চাত্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বিজ্ঞান মনষ্ক আধুনিক ধ্যান-ধারণায় বিশ্বাসী লোকেরা বাদাবীর হৃদয়গ্রাহী ও অভেদ্য যুক্তির মাধ্যমে পরিবেশিত ইসলামের আহ্বানে খুব সহজেই প্রভাবিত হন। ইসলামী শিক্ষা সিরিজ বইয়ের প্রথম খণ্ডে ইসলামের মৌলিক আকিদা ও বিধান, দ্বিতীয় খণ্ডে ইসলামের নৈতিক বিধান এবং তৃতীয় খণ্ডে সামাজিক বিধান বিষয় আলোচিত হয়েছে। এ বইতে ইংরেজি ভাষীদের জন্য ইসলামী শব্দগুলোর পার্শ্বে তার ইংরেজি প্রতিশব্দ দেয়া হয়েছে। ব্যক্তিগত অধ্যয়ন বা গ্রুপস্টাডি উভয় ধরনের শিক্ষা পদ্ধতিতেই এই বই ব্যবহার করা যাবে। বইটি মূলত অডিও ক্যাসেটের আলোচনারই লিখিত রূপ। কাজেই বই অধ্যয়নের সাথে ক্যাসেট সংগ্রহ করে শুনলে বুঝতে সহজ হবে। বইটি পড়ে যদি কোনো অসুবিধা বা অস্পষ্টতা দেখা দেয় তবে মূল ক্যাসেটটি শুনলে তা দূর হবে। এসব অডিও/ভিডিও ক্যাসেট Islam online. com এ শুনা যাবে। প্রত্যেক ব্যক্তি ও পরিবারের নিয়মিত ব্যবহারের একটি উপকরণ হতে পারে এ বইটি। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের জন্যও বইটি রেফারেন্স হিসেবে কাজে লাগবে। ইতোমধ্যেই সমকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ড. জামাল আল বাদাবী'র অনুপম উপস্থাপনায় ইসলাম পরিচিতিমূলক গ্রন্থ 'ইসলামী শিক্ষা সিরিজ' বিজ্ঞ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
ড. জামাল বাদাভি হলেন একজন মিশরীয় বংশোদ্ভূত কানাডিয়ান স্কলার। তিনি মিশরের কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অধ্যয় করেন। তারপর আমেরিকায় পাড়ি জমান এবং ব্লুমিংটনের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।১৯৭০ সাল থেকে তিনি হ্যালিফ্যাক্স রিজিওনাল মিউনিসিপ্যালিটির মুসলিম কমিউনিটি মসজিদে অবৈতনিক ইমাম হিসেবে নিয়োজিত আছেন। তিনি দীর্ঘদিন একজন নোভা স্কটিয়া, হ্যালিফ্যাক্সের সোবি স্কুল অফ বিজনেস, সেন্ট মেরিস বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ধর্মীয় অধ্যয়ন ও ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনা করেন। জামাল বাদাভি লেখক, সক্রিয় কর্মী, প্রচারক এবং ইসলামি বক্তা হিসেবেও সুপরিচতি। উত্তর আমেরিকায় বক্তৃতা, আলোচনা এবং আন্তঃধর্ম সংলাপে সক্রিয়ভাবে অংশ নেন। সারা বিশ্বে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়। উপরন্তু, তিনি ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা (আইএসএনএ) সহ বেশ কয়েকটি ইসলামিক সংগঠনেরও সক্রিয়। তিনি কানাডার অলাভজনক প্রতিষ্ঠান ইসলামিক ইনফরমেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যা ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য কাজ করে। মিডল ইস্ট আই-এর মতে, বাদাভি হলেন আমেরিকায় ইসলামি জ্ঞানের সর্বাধিক যোগ্য সঞ্চালক।