‘ইসলামী শিক্ষা সিরিজ' ড. জামাল আল বাদাবী'র একটি যুগান্তকারী গ্রন্থ যা মূলত CBS Television Channel এ ড. বাদাবী'র Islamic Teaching Course শীর্ষক প্রদত্ত ধারাবাহিক বৃক্ততার লিখিতরূপ। বইটির ১ম খণ্ড ‘ইসলামের মৌলিক আকিদা ও বিধান' নামে, ২য় খণ্ডটি ‘ইসলামের নৈতিক বিধান' নামে এবং ৩য় খণ্ড ‘ইসলামের সামাজিক বিধান' নামে বই আকারে প্রকাশিত হয়েছিল। মানব জীবনে Islamic Teaching Course এর গুরুত্ব ও পাঠক চাহিদার কথা বিবেচনা করে বিআইআইটি ১ম, ২য় এবং ৩য় খণ্ড একত্রে ‘ইসলামী শিক্ষা সিরিজ’ নামে প্রকাশের সিদ্ধান্ত নেয়। বইটির তিনটি খণ্ডই সরল ও সাবলিলভাবে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। বইটি সবশ্রেণির পাঠকদের চাহিদা পূরণে সক্ষম হবে ইন্শাআল্লাহ। ইসলামী শিক্ষা সিরিজের প্রথম খণ্ডে তাওহীদ, রিসালাত, মুসলমানদের মৌলিক বিশ্বাস, বাইবেলে রাসূল মুহাম্মদ (সা.) এবং ইসলামের পঞ্চস্তম্ভ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছে ইসলামী নৈতিকতা ও নৈতিক গুণ সংক্রান্ত বিষয়াবলী। এছাড়া তৃতীয় খণ্ডে আলোচিত হয়েছে নারী ও বিবাহ সহ সামাজিক সম্পর্ক সংক্রান্ত বিষয়াবলী। ইসলামী শিক্ষা সিরিজের বিশেষত্ব হলো— এটি এমন এক জনগোষ্ঠীর কাছে প্রশ্নোত্তর আকারে উপস্থাপিত হয়েছে যারা জ্ঞান ও প্রযুক্তিতে বর্তমান বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তাদের আধুনিক ও যুক্তিবাদী প্রশ্নের জবাব আকারে এসব জানা বিষয়কে নতুন আঙ্গিকে জানার সুযোগ রয়েছে এ বইতে।
Title
ইসলামি শিক্ষা সিরিজ: অর্থনৈতিক ও রাজনৈতিক বিধান এবং বৈজ্ঞানিক অবদান
ড. জামাল বাদাভি হলেন একজন মিশরীয় বংশোদ্ভূত কানাডিয়ান স্কলার। তিনি মিশরের কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অধ্যয় করেন। তারপর আমেরিকায় পাড়ি জমান এবং ব্লুমিংটনের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।১৯৭০ সাল থেকে তিনি হ্যালিফ্যাক্স রিজিওনাল মিউনিসিপ্যালিটির মুসলিম কমিউনিটি মসজিদে অবৈতনিক ইমাম হিসেবে নিয়োজিত আছেন। তিনি দীর্ঘদিন একজন নোভা স্কটিয়া, হ্যালিফ্যাক্সের সোবি স্কুল অফ বিজনেস, সেন্ট মেরিস বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ধর্মীয় অধ্যয়ন ও ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনা করেন। জামাল বাদাভি লেখক, সক্রিয় কর্মী, প্রচারক এবং ইসলামি বক্তা হিসেবেও সুপরিচতি। উত্তর আমেরিকায় বক্তৃতা, আলোচনা এবং আন্তঃধর্ম সংলাপে সক্রিয়ভাবে অংশ নেন। সারা বিশ্বে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়। উপরন্তু, তিনি ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা (আইএসএনএ) সহ বেশ কয়েকটি ইসলামিক সংগঠনেরও সক্রিয়। তিনি কানাডার অলাভজনক প্রতিষ্ঠান ইসলামিক ইনফরমেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যা ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য কাজ করে। মিডল ইস্ট আই-এর মতে, বাদাভি হলেন আমেরিকায় ইসলামি জ্ঞানের সর্বাধিক যোগ্য সঞ্চালক।
Islami Shikkha Series: Orthonoitik O Rajnoitik Bidhan Abong Bogganik Abodan (Islamic Teaching Course: Economic-Political System And Contribution To Science) কার্টে যুক্ত হয়েছে