“মা (দুই বাংলার সাহিত্য সংকলন)” বই এর ফ্ল্যাপের কথা: নিঃসন্দেহে বলা যায়, মা একটি শব্দমাত্র নয়। এই শব্দ সম্পর্কের সূত্রই শুধু তৈরি করে না, নারীর জীবনমাত্রাকে বিস্তৃত পরিসরে প্রতিষ্ঠিত করে। মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে সন্তান। নাড়ি কেটে বিচ্ছিন্ন করতে হয় মানবশিশুকে-এই মানবশিশুই মানবজীবনের প্রবহমানতার ধারা।মায়ের ভুবনে বেড়ে ওঠে মানবপ্রজাতি। জন্মের পর থেকে প্রতিদিনের পরিচর্যায় তাকে বেড়ে ওঠায় সহযোগিতা দেয় মা। এভাবে সম্পর্কের সূত্র বড় হয়,গভীর হয় এবং ভালোবাসায় বন্ধনে অটুট থাকে আমৃত্যু। এসব নিয়েই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক সভ্যতার ধারাবাহিকতায়। মানুষের সৃজনশীল চর্চায় এই সম্পর্কের বন্ধন নানা মাত্রায়, বিচিত্র অনুষঙ্গে উঠে এসছে। বিশ্বের সব দেশের ব্যক্তির সৃজনশীলতায় মা বড় উপাদান হিসেবে সংযোজিত হয়েছে। সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে সাহিত্য,সঙ্গীত, চলচ্চিত্র, চিত্রকলা। মার্জিয়া লিপি সম্পাদিত এই বই মায়ের অসাধারণ চিত্রায়ণ। মাতৃকেন্দ্রিক অনুভবকে মার্জিয়া সম্পাদনার দক্ষতায় নানা অধ্যায়ে ভাগ করে বিন্যস্ত করেছে। যেমন- স্মৃতিকথায় মা, বরণীয়দের মা,কবিতা,গান, ছাড়া, গল্প, চিঠি, প্রবন্ধ, নাটক,উপন্যাস, দিনলিপিতে মা ইত্যাদি। অধ্যায়গুলো প্রমাণ করে সৃজনশীলতার নানা মাত্রায় লেখক মায়ের অনুভবকে ধারণ করেছে। পাঠকের সামনে হাজির হয়েছে চেনা পৃথিবীর হাজার রকম পথঘাটে। মাকে নিয়ে এমন একটি বইয়ের সম্পাদনার দায়িত্ব পালন করার জন্য মার্জিয়া লিপিকে অভিনন্দন। বইটি পাঠের আনন্দ উজ্জীবিত করবে পাঠকদের- এমইনই প্রত্যাশা আমাদের।
মার্জিয়া লিপির জন্ম ১৯৭৩ সালের ১৫ অক্টোবরে কিশােরগঞ্জ জেলায়। মা : ফিরােজা আক্তার বাবা : মাে: মােয়াজ্জেম হােসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভুগােল ও পরিবেশে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৯৩ সালের দৈনিক ইত্তেফাক’ এ পরিবেশ বিষয়ক তার প্রথম লেখা প্রকাশিত হয়। পরিবেশবিদ মার্জিয়া লিপি বাংলাদেশ বনবিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় বেপজায় ছিলেন; বর্তমানে ইউএসএইড-এর প্রকল্পে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা পরামর্শক পদে কর্মরত। লেখকের উপকূলে বিশেষত পৃথিবীর সর্ববৃহত্তম একক ম্যানগ্রোভ বন-সুন্দরবনে কাজ করার অভিজ্ঞতায় লেখা-প্রকাশনা- বাংলাদেশের উপকূল : পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রকাশিত গ্রন্থ : আমার মেয়ে : আত্মজার সাথে। কথােপকথন, জীবনীগ্রন্থ সরদার ফজলুল করিম।। সম্পাদিত প্রকাশনা- সরদার ফজলুল করিম : দিনলিপি, মা-দুই বাংলার সাহিত্য সংকলন। শিশু-কিশাের সংকলন- চিরদিন তােমার আকাশ, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, আমরা সবাই রাজা, পাখি সব করে রব।