‘এন্টারট্রেইনিং ম্যাথমেটিক্যাল পাজলস’ বইটিতে লেখা কিছুকথা: এই বইয়ের পাজলগুলো সমাধান করার জন্য গণিতের প্রাথমিক জ্ঞানই যথেষ্ট। তবে কিছু কিছু সমস্যা সমাধান করার জন্য উচ্চতর গণিতের সামান্য কিছু সহায়তা লাগবে। এখানে যে পাজলগুলো দেওয়া হয়েছে সেগুলো সমাধানে গণিতের বিভিন্ন শাখার সহায়তা নিতে হবে। তাই ধরণ অনুযায়ী পাজলগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই সমস্যাগুলো সমাধান করতে গেলে তুমি হয়তো লক্ষ্য করবে যে, তুমি গণিতকে যতটা আকর্ষণীয় মনে করেছিলে গণিত সম্ভবত তার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। গণিতকে একসময় শুধুমাত্রই তাত্ত্বিক বিষয় বলে ভাবা হতো কিন্তু একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির বেশিরভাগ শাখাই গণিত ছাড়া অচল। বিজ্ঞানের ব্যবহারিক শাখাগুলোতে গণিতের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়েও একটি পাজল রয়েছে। পাজলের সমাধান অংশ দেখলে তুমি বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছুটা ভিন্ন আঙ্গিকে জানতে পারবে। প্রতিটি পাজলের সমাধান অংশেই প্রয়োজনীয় তাত্ত্বিক বিষয়গুলো উপস্থাপনা করা হয়েছে। কিন্তু সব থেকে ভালো হয়, তুমি যদি সমাধান না দেখেই নিজে সমাধান করতে পারো বইটি আমেরিকান লেখকের লেখা। তাই মূল বইয়ের প্রসঙ্গ ও ভাষাশৈলী আমেরিকার মতোই ছিল। এখানে চেষ্টা করা হয়েছে বেশির ভাগ ক্ষেত্রেই হুবহু অনুবাদ না করে আমাদের ভাষাশৈলী ও সংস্কৃতির সাথে মিল রেখে ব্যাখ্যা দেওয়ার। এজন্য ডলারে বদলে হিসেবগুলো টাকায় দেখানো হয়েছে। আমার ধারণা তোমরা এই বইয়ের গাণিতিক সমস্যাগুলো উপভোগ করবে। সম্পাদক