চোরকে সিধ কাটতে দেখে গৃহস্থের ঘুম ভাঙ্গিয়ে দেয়া কি অপরাধ? সুপেয় পানীয় রূপে বিষ বিক্রেতা, কিংবা খাদ্যের নামে অখাদ্য বিক্রয়কারী সম্বন্ধে সমাজকে সতর্ক করে দেয়া কি অন্যায়? অপপ্রচার? বন্ধুবেশী আততায়ীর স্বরূপ ধরিয়ে দেয়া কি পাপ, জাতীয় সংহতির পরিপন্থী? যদি তা না হয় এবং নিশ্চয়ই নয়; তবে দীন ধর্মের ঘরে সিধ কাটতে দেখে মুসলমানদেরকে জাগিয়ে দেওয়া, ধর্মের নামে অধর্ম প্রচার ও পরিবেশনকারী সম্বন্ধে মুসলমানদের সতর্ক করা, ইসলামের উচ্ছেদ সাধনে মুসলমানবেশী ইসলামদ্রোহীদের স্বরূপ এবং সঠিক পরিচয় ধরিয়ে দেয়া কেন অন্যায়, অপরাধ এবং অপপ্রচার বলে পরিগণিত হবে? কিন্তু এরূপ পরিস্থিতিতে পরনিন্দা, অপপ্রচার, জাতীয় সংহতি বিনষ্ট এবং জাতীয় ঐক্য বিঘ্নিত হওয়ার দোহাই ইত্যাদি সেন্টিমেন্সির আড়ালে বাতিলপন্থীরা আত্মরক্ষা ও আত্মগোপনের ব্যর্থ প্রয়াস পেয়ে আসছে। বলা বাহুল্য, তারা কিন্তু শেষরক্ষা করতে পারেনি। বক্ষমান পুস্তিকায় আপনারা হকপন্থী আলীম ও বাতিলপন্থী মওদূদী জামাতের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া সম্বন্ধে জানতে পারবেন এবং আলীম-উলামার হক্কানিয়ত ও মওদূদীপন্থীদের বুতলানিয়ত বুঝতে পারবেন।