গ্রন্থ পরিচিতি অনন্য সৌন্দর্যের এক অপরিচিত দ্বীপে এক লোমহর্ষক ভ্রমণ কাহিনী লিখেছেন সম্পূর্ণ অপেশাদার কিন্তু পরিপূর্ণ জীবনবোধে সুপক্ক লেখক আরফিন আরা নাজ। ভ্রমণ কাহিনীটি পাঠ করে ভয়ে শিহরিত হতে হয়, আনন্দে আপ্লুত হতে হয় আর সবশেষে পাঠপ্রাপ্ত আত্মতৃপ্তি মানুষের ভেতরকার ঘুরে বেড়ানোর বৃত্তিকে জাগিয়ে দিয়ে যায়। পুঙ্খুনাপুঙ্খ বর্ণনার মধ্যে নয় বরং বর্ণনার সাথে পর্যটকের খাপ-খাওয়ানো ও স্বকীয় প্রতিক্রিয়া- আবেগ-অনুভূতি-বিশ্লেষণ-মূল্যায়ন যোগান দেওয়ার মধ্যে ভ্রমণ-কাহিনীর সার্থকতা। এর সবগুলো গুণই এই ক্ষুদ্র ভ্রমণ-কাহিনীতে রয়েছে। এ ছাড়া আর একটি বিষয় এখানে লেখকের নিজগুণে সংযুক্ত হয়েছে – তা হলো চমকে যাবার মতো নাটকীয়তা। পাঠক ঘটনার এবং উপস্থাপনার নাটকীয়তায় বিস্মিত, পুলকিত হয়ে যাবেন। লেখককে জানাই আন্তরিক অভিনন্দন আর প্রত্যাশ্যা করি এ গ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে। লেখক পরিচিতি হাজী মোঃ আকরাম হোসেন ও হাসনা আকরাম এর ছোট মেয়ে আরফিন আরা নাজ, জন্ম ১৯৬৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে সম্মানসহ স্নাতোকোত্তর ডিগ্রী, নেদারল্যান্ডস হতে জিআইএস-এর উপর মাস্টার্স ডিগ্রী এবং অস্ট্রেলিয়া হতে পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন -এর উপর এমএসএস ডিগ্রী অর্জন করেন। বিসিএস ৭ম ব্যাচের প্রশাসন ক্যাডারে চাকুরী জীবন শুরু। উপজেলা ম্যাজিস্ট্রেট, সহকারী সচিব, পরবর্তীতে উপ-সচিব, যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পিআরএল ভোগরত। সরকারি কাজে বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতার আলোকে তিনি এ বইটি রচনা করেন। সমাজের পিছিয়ে পড়া জনগনের উন্নয়নের জন্য তিনি কাজ করে চলেছেন। তাঁর স্বামী একজন বিজ্ঞানী ড. মোঃ তোফাজ্জল হোসেন। তাঁর দুই ছেলে ড. আদনান আনোয়ার ও ব্যারিস্টার ইমরান আনোয়ার, দুই ছেলের বৌ ড. শামা নাজ ইসলাম ও ডা. আনিকা নাওয়ার এবং তিন নাতি-নাতনি আরিশা নাজ আনোয়ার, আইশা আনোয়ার ও আ’রিজ রোশান আনোয়ার। লেখক প্রণীত গ্রন্থাবলী : আমার মা আমার অহংকার; দু’আ-দরুদের হ্যান্ডবুক; হজ্জ ও উমরা (হাজীদের অনুভূতি ও উপলব্ধি); হজ্জ ও উমরা (পকেট বুক); হজ্জ ও উমরা নির্দেশিকা (মহিলাদের জন্য)। এছাড়া রয়েছে তাঁর সম্পাদিত গ্রন্থ দি পারচেজ ম্যানুয়েল (টেন্ডার, ক্রয় ও সংরক্ষণ)।