clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shantideb Ghosh books

follower

শান্তিদেব ঘোষ

জন্ম : ২৪ বৈশাখ, ১৩১৭ বঙ্গাব্দ। পিতা—স্বদেশকর্মী ও শ্রীনিকেতনের রূপকার কালীমোহন ঘোষ, মাতা—মনোরমা দেবী। এক বছর বয়স থেকে শান্তিনিকেতনে। সেখানেই বিদ্যালয়শিক্ষা। শিশুবয়স থেকেই সংগীতে স্বাভাবিক-অনুরাগ ও শক্তিমত্তার পরিচয়, ফলে রবীন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথের তত্ত্বাবধানে সংগীতশিক্ষার সুচনা। হিন্দুস্থানি সংগীত শেখেন ভীমরাও শাস্ত্রীর কাছে। ১৯৩০ সালে বিশ্বভারতীর সংগীতশিক্ষক নিযুক্ত হন। ১৯৩৯ সালে সংগীতভবনের পরিচালক, ১৯৪৫-এ অধ্যক্ষ। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর ১৯৫৪-তে রবীন্দ্রসংগীত ও নৃত্যের প্রধান অধ্যাপকের দায়িত্ব পান। ১৯৬৪-৬৮ এবং ১৯৭১-৭৩, দু’বার বৃত হন সংগীতভবনের অধ্যক্ষপদে। ১৯৭৪-এ অবসর। এরপর দু’বছর অবসরপ্রাপ্ত অধ্যাপক রূপে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণার কাজ। ১৯২৬ সাল থেকে সংগীতের পাশাপাশি নৃত্যচর্চারও সূচনা। গুরুদেবের ইচ্ছানুসারে ১৯৩১-এ দক্ষিণ ভারতে কথাকলি নাচ শিখতে যান। ১৯৩৭-৩৯ সালে ক্যাণ্ডি ও জাভাবালীর নৃত্য শিখতে যান সিংহল, বর্মা ও ইন্দোনেশিয়ায়। রবীন্দ্রনাথের জীবদ্দশায় তাঁর বিভিন্ন নাটকের অভিনয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি, নৃত্যনাট্য প্রযোজনাতেও হয়ে ওঠেন গুরুদেবের প্রধান সহায়ক। বহু সম্মানভূষিত জীবন। ১৯৭৭-এ সংগীত নাটক আকাদেমির ফেলো। ১৯৮০ সালে সুরেশচন্দ্র-স্মৃতি আনন্দ পুরস্কার। ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ ১৯৮৪। ওই বছরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত দেশিকোত্তম। রচিত গ্রন্থাদির মধ্যে বিশেষভাবে উল্লেখ্য : রবীন্দ্রসংগীত, রবীন্দ্রসংগীত বিচিত্রা, Music and Dance in Rabindranath Tagore's Educational Philosophy. সহধর্মিণী : শান্তিনিকেতন কারুসংঘের অন্যতম শিল্পী ইলা ঘোষ।

শান্তিদেব ঘোষ এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed