প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শাহেদ ইকবাল
শাহেদ ইকবাল। কবি, ঔপন্যাসিক ও গীতিকার। জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৬২। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পিএইচডি করেছেন। স্বদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার পাশাপাশি নিয়োজিত আছেন গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন ও রম্য সাহিত্যে। তিন যুগ ধরে লেখালেখি করছেন। প্রথম প্রকাশিত উপন্যাস 'দুই নম্বর যাত্রী' (১৯৯৫)। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে শয়তানের যোগব্যায়াম, নীলকন্ঠের পালক, ইথিকা, নীলপরী, রূপালী জ্যোত্মা, এই ঔরধ আমি কিভাবে পাইলাম, কাশবনের পরী প্রভৃতি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবালের সাথে যৌথভাবে প্রকাশিত হয়েছে 'সায়েন্স ফিকশন সমগ্র' ও 'ক্রেমার'। সাংস্কৃতিক জগতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের গীতিকার। ব্যক্তিগত জীবনে স্ত্রী আক্তার জাহান পলি আর দুই কন্যা তুলকা ও ইথিকাকে নিয়ে তাঁর নিজস্ব ভুবন।