প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ড. মো. মাহবুবর রহমান
ড. মাে. মাহবুবর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাঁর গবেষণার বিষয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আধুনিক বাংলা ও বাংলাদেশ, স্থানীয় ইতিহাস এবং আরকাইভস। তিনি এখন পর্যন্ত ১৩টি গ্রন্থ ও প্রায় ৬০টি গবেষণা প্রবন্ধ লিখেছেন। তাঁর উল্লেখযােগ্য গ্রন্থগুলি হলাে: একাত্তরে গাইবান্ধা, বাংলাদেশের ইতিহাস ১৯০৫-৪৭, ১৯৪৭-৭১, বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস ১৭৭৩ থেকে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (যৌথভাবে), গণহত্যাবধ্যভূমি ও গণকবর জরিপ: রাজশাহী জেলা, বাংলাদেশ আরকাইভস ইত্যাদি। তিনি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপকরণ সংগ্রহ ও সংরক্ষণের উদ্দেশ্যে রাজশাহীতে একটি আরকাইভস প্রতিষ্ঠা করেছেন। উক্ত আরকাইভসে সংগ্রহ করা হয়। লিফলেট, পােস্টার, স্মরণিকা- বার্ষিকী, জেলাউপজেলার ইতিহাস, জীবনী- আত্মজীবনী, সাময়িকী-লিটল ম্যাগাজিন, গবেষণা জার্ণাল, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সমাজ-সংস্কৃতি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, এম. ফিল ও পি. এইচ. ডি. থিসিস, ইত্যাদি। আরকাইভসে এপর্যন্ত ৪৭ জন তাঁদের সংগ্রহ দান করেছেন।