Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Liakot Hosan Khokon books

followers

লিয়াকত হোসেন খোকন

Liakot Hosan Khokon
লেখক লিয়াকত হােসেন খোকন ১৯৫৩ সালের ১৪ মার্চ পিরোজপুর শহরের রায় বাহাদুর রোডে (আদর্শপাড়া) ‘স্মৃতি ভবনে’ জন্মগ্রহণ করেন । পিতা মৃত আমির হােসেন মিয়া এবং মাতা মৃত্যু আমেনা খাতুন | লেখক ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি লাভের পর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি টানেন । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, সহধর্মিণী শওকত আরা ডলি । অলি শাহরিয়ার হাসান ও লিয়াকত হােসেন খোকন । ১৯৯৬ সালে তার লেখা বাংলাদেশ ভ্ৰমণ পুস্তিকাটি প্রকাশিত হয় হাক্কানি পাবলিশার্স থেকে । তার দ্বিতীয় গ্ৰন্থ ৬৪ জেলা ভ্ৰমণ অনিন্দ্য প্রকাশ থেকে বের হয়। ২০০৭ সালে । ২০০৮ সালে প্রকাশ হয় তাঁর তৃতীয় গ্রন্থ ভারত নেপাল ভূটান ভ্ৰমণ । ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিটি প্রদেশ তিনি ঘুরে দেখেছেন । ১৯৭৫ সালে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যায় প্রথম যান, তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তারপর ২০০৮ সালের এপ্রিল পর্যন্ত এ নিয়ে মোট সাতবার কামরূপ কামাখ্যায় তিনি গিয়েছেন । জাদুকর, ভূতপেত্রিদের খপ্পরে পড়েও তিনি ফিরে আসতে সক্ষম হয়েছেন । সেই অভিজ্ঞতার আলোকে লেখক লিয়াকত হােসেন খোকনের এবারের আয়োজন জাদু টােনার দেশ কামরূপ কামাখ্যা পুস্তিকাটি ।

লিয়াকত হোসেন খোকন এর বই সমূহ

(Showing 1 to 28 of 28 items)

Recently Viewed