প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোমেন চৌধুরী
মোমেন চৌধুরী ফোকলোরবিদ, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১লা নভেম্বর ১৯৩৬, সাতক্ষীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর, গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা এবং লোকতাত্ত্বিক গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে বাংলা একাডেমিতে যোগদান এবং ১৯৯৪ সালে উপপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তাঁর প্রণীত গ্রন্থাবলি যথাক্রমে-গবেষণাগ্রন্থ : বাংলাদেশের লৌকিক আচার-অনুষ্ঠান : জন্ম ও বিবাহ (১৯৮৮), লোকসংস্কার ও বিবিধ প্রসঙ্গ (১৯৯৭), বিষয় বৈচিত্র্যে ফোকলোর (২০০৮); জীবনীগ্রন্থ : মুহম্মদ মনসুরউদ্দীন (১৯৮৮); কোষগ্রন্থ : নজরুল সাহিত্য : প্রবাদ প্রবচন বাগধারা (১৯৯৯); পঞ্জি : লালন বিষয়ক রচনাপঞ্জি (১৯৯৫), বাংলাদেশের ফোকলোর রচনাপঞ্জি (যৌথ-১৯৮৭)। সংবর্ধনা ও পুরস্কার : সাতক্ষীরা প্রেসক্লাব কর্তৃক সংবর্ধিত (১৯৯২), দেওয়ান আবদুল হামিদ পুরস্কার, কায়কোবাদ সাহিত্য মজলিস (১৯৯৬) এবং সাতক্ষীরা সাহিত্য একাডেমী পুরস্কার (২০০২) । মৃত্যু : ২রা জুলাই ২০০৯, ঢাকা।