Welcome to Rokomari.com!
Ends in
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
নতুন শতাব্দীর দ্বিতীয় বছরে ঝিঙেফুল যাত্রা শুরু করে শিশু -কিশোরদের লক্ষ্য করে। গল্প-উপন্যাস, ছড়া-কবিতায় তার বর্ণালী পাখা বিস্তার করে করে এখন সে সহস্রাধিক দিগন্তের অভিযাত্রী। যথারীতি শিশুরা বেড়ে উঠেছে আর ঝিঙেফুলও বড়দের সাথী হয়েছে। তবু আদ্যের সেই বর্ণে-গন্ধে সে এখনো তারুণ্যের পূজারী। সৃষ্টি সুখের উল্লাসে দীপ্ত। দেশি সাহিত্যের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ঝিঙেফুল অনুবাদও ছেপেছে অনেক। রবীন্দ্রনাথ, নজরুল, ফররুখ, আল মাহমুদ, শামসুর রাহমান, আলী ইমাম, লুৎফর রহমান রিটন, সুব্রত বড়–য়া, আনু মাহমুদ, সাজ্জাদ কাদির, শরীফ খান, সেজান মাহমুদ, বুলবুল সরওয়ার, জাহিদ রেজা নুর, আমীরুল ইসলাম, ফরিদুর রেজা সাগর, ঝর্ণাদাশ পুরকায়স্থ, রহীম শাহ, রফিকুর রশীদ, শাহজাহান কিবরিয়া, আল মুজাহিদী, ড. আ.ন.ম আমিনুর রহমান, এনায়েত রসুল, মোস্তফা হোসেইন, মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ সা‘দাত আলী, আবুল হাসান মুহাম্মদ দাউদ, আনোয়ারুল ইসলামসহ বহু সম্মানিত কবি সাহিত্যিকদের পাশে এনে দাড় করিয়েছে বিশ্ব সাহিত্যের শিশু সাহিত্যে বিখ্যাত হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন থেকে শুরু করে ক্রিস্টোফার কলম্বাস, আল্লামা ইকবাল এবং আলীফ লায়লা থেকে রুবাইয়াত। বাদ যায়নি মুক্তিযুদ্ধ, দর্শন, ধর্ম, ইতিহাস। স্বদেশের প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, দেওয়ান মোহাম্মদ আজরফ, সৈয়দ আলী আহসান, মনিরউদ্দীন ইউসুফ, প্রফেসর কাজী জাকের হোসেন, আল মাহমুদ, খন্দকার মাহমুদুল হাসান, হাসান হাফিজ, ফজলে রাব্বি, প্রফেসর মোহাম্মদ আবদুল হালিম, ড. সৈয়দ মাহমুদুল হাসান, এ জেড এম শামসুল আলম, ড. মুহাম্মদ আবদুল্লাহ, ড. মোহাম্মদ আলমগীর, ড. খলিলুর রহমান, ড. মুস্তাফিজুর রহমান, ড. নুর জাহান সরকার, ড. জাফর আহমদ ভুঁইয়া, অধ্যক্ষ আলমগীর, নাইস নূর, মীম নোশিন নওয়াল খান, তাহমিনা খলিলের পাশাপাশি প্রতিবেশি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টপাধ্যায়দের এনেছেন যথার্থ মর্যাদায়। ইংরেজি, আরবী, ফরাসী ভাষায়ও সাহিত্য সম্ভার পৌঁছে দিয়েছে ঝিঙেফুল। পাঠকের ভালবাসা আর সৃজনশীলদের দ্ব্যর্থহীন সহযোগিতায় ঝিঙেফুলের বর্ণালী সকল ঘরে পৌঁছাক; গড়ে উঠুক স্বাধীনতার নতুন প্রজন্ম এই প্রত্যাশা। আমাদের প্রকাশিত শিশু-কিশোর সাহিত্য, ছোটগল্প, সায়েন্সফিকশন, বিভিন্ন দেশের রূপকথা, ছোটদের উপদেশ বাণী, কবিতা-গল্প-উপন্যাস ছাড়াও বিভিন্ন বিষয়ের গবেষণাধর্মী গ্রন্থ ইতোমধ্যে সুধিমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করেছে। ঝিঙেফুল প্রকাশিত ও সংশোধিত পাঠ্য এবং পাঠ্যসহায়ক গ্রন্থগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশ্রেণীর অর্থাৎ স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে আসছে। দেশের সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যকে তুলে ধরা এবং শিশু-কিশোরদের চাহিদানুযায়ী আদর্শ জীবন গড়ার তাগিদে মহামানব ও মনীষীদের জীবনী, বিজ্ঞানীদের জীবনকথা, সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, ছড়া, ছোট গল্প, কমিক্স, কিশোর ক্লাসিকই মূলতঃ আমাদের প্রকাশের বিষয়। পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে অব্যাহত ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য। আমাদের প্রকাশিত গ্রন্থতালিকা থেকে আপনার পছন্দের বই বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতায়, সামাজিক অনুষ্ঠানে পুরস্কার/উপহার হিসেবে দিতে সময়ের দাবী রাখে এবং যা আপনার প্রতিষ্ঠানকে ও গ্রন্থাগার-সংগ্রহকে আরো সমৃদ্ধ করে গ্রন্থাগার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও প্রত্যাশা কামনা করি।
(Showing 241 to 300 of 455 items)
demo content