প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
মাকতাবাতুল ইত্তিহাদের যাত্রা শুরু হয়েছিলো মহৎ কয়েকটি লক্ষ্য নিয়ে। এর মাঝে উল্লেখযোগ্য উদ্দেশ্য ছিলো আকাবির ও আসলাফের অমর রচনাসমগ্রকে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য সহজলভ্য করা। আরও স্পষ্ট করে বলতে হলে— ★ দরসে নেযামীর সমস্ত কিতাবাদিকে মৌলিকভাবে অক্ষুণ্ন রেখে সময়ের সেরা মান নিশ্চিত করে প্রকাশ করা। ★ দেওবন্দ, হাটহাজারী, মেখলের মহান বুজুর্গদের রচিত গ্রন্থাবলীর মৌলিক ও বাংলা অনুবাদ প্রকাশ করা। দরসে নেযামীর অমূল্য সব কিতাবাদীর কাজগুলো যথাযথভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে মাকতাবাতুল ইত্তিহাদ। সেরা বাঁধাই, যুগোপযোগী অঙ্গসজ্জা ও সুন্দর প্রচ্ছদে উন্নত কাগজে সুচারুভাবে কাজগুলো আমরা আঞ্জাম দিচ্ছি। এক্ষেত্রে হাটহাজারীর ফয়জিয়া কুতুবখানা, মাহমুদিয়া কুতুবখানাসহ অনেকের সাথেই চুক্তিবদ্ধ হয়ে আমরা তাদের বইগুলো প্রকাশ করছি। এর পাশাপাশি বাংলা বইগুলো প্রকাশের জন্য মাকতাবাতুল ইত্তিহাদের অঙ্গ প্রতিষ্ঠান 'ইত্তিহাদ পাবলিকেশন' তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই শাখা প্রতিষ্ঠানটি এরইমধ্যে মুফতী আবদুস সালাম চাটগামী রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, মুফতী নুর আহমদ হাফিজাহুল্লাহসহ বরেণ্য আলেমদের একাধিক বই প্রকাশ করেছে। প্রকাশের পথে আরও বহু মূল্যবান গ্রন্থ। এ গ্রন্থগুলো আমরা যেমন মূলভাষায় প্রকাশ করছি, তেমনি এর মানসম্মত সরল অনুবাদও প্রকাশ করছি। এই মহা কর্মযজ্ঞে আমরা যেসব লেখক, অনুবাদক, সম্পাদক, পরামর্শকের সহায়তা নিচ্ছি, তাদের প্রায় সবাই মেখল ও হাটহাজারীর ধারায় শিক্ষা সমাপনকারী আলেম। এ ধারাবাহিকতায় বিশেষভাবে মুফতী আযম ফয়জুল্লাহ রহিমাহুল্লাহর অনন্য রচনাবলী সর্বসাধারণ পাঠকের হাতে পৌঁছাবার লক্ষ্যে নতুনভাবে আমরা একটি প্রজেক্ট শুরু করেছি। চট্টলার বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান 'ফয়জিয়া কুতুবখানা'র সাথে দীর্ঘমেয়াদি চুক্তিতে আমরা নতুন বিন্যাসে প্রকাশ করতে চলেছি রসায়েলে ফয়জিয়াসহ মুফতী আযমের প্রতিটি গ্রন্থ। মূল ভাষার পাশাপাশি সরল অনুবাদও আমরা প্রকাশ করতে যাচ্ছি। এতে মুফতী আজমের অনন্য রচনাসমগ্র পুরো দেশের আনাচকানাচে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আপনি ও আপনার প্রিয়জন— যারা দীর্ঘকাল ইত্তিহাদ পাবলিকেশনের শুভানুধ্যায়ী হয়ে সাথে ছিলেন, আগামীতেও বৃহৎ এই পরিকল্পনায় আপনাকে আমরা সাথে চাচ্ছি।
(Showing 1 to 57 of 57 items)
demo content