Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Tapon Bagchi books

followers

তপন বাগচী

তপন বাগচী জন্ম: ২৩ অক্টোবর ১৯৬৮; কদমবাড়ি (মাতুলালয়) মাদারীপুর; পিতা তুষ্টচরণ বাগচী; মাতা জ্যোতির্ময়ী বাগচী। শিক্ষা: গণযােগাযােগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ও ফোকলাের বিষয়ে পিএইচডি । তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, যােগাযােগবিদ ও ফোকলােরবিদ।। উল্লেখযােগ্য গ্রন্থ: বুকের ভেতর বসত করে (২০১৪)-সহ সাতটি কাব্যগ্রন্থ; ছন্দোবদ্ধ ভাবের পদ্য (২০১২)-সহ এগারােটি ছড়া ও কিশাের গল্পগ্রন্থ; সাহিত্যের এদিক সেদিক (২০১৩), রবীন্দ্রনাথ ও বৌদ্ধ আখ্যান (২০১২), লালন মতুয়া লােকসংগীত সন্ধান (২০১২), যাত্রাগান: জনমাধ্যম ও সামাজিক পরিপ্রেক্ষিত (২০০৭), মুক্তিযুদ্ধে গােপালগঞ্জ (২০০৭), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ: চন্দ্রাহত অভিমান (২০০২)-সহ একুশটি প্রবন্ধ গ্রন্থ; পুরস্কার ও স্বীকৃতি:: স্টান্ডার্ড চার্টার্ড দ্য ডেইলি স্টার সেলিব্রটিং লাইফ লিরিক এওয়ার্ড (গান, ২০১৪ ও ২০১৩), সাংস্কৃতিক খবর পদক (কবিতা, কলকাতা, ২০১৩), মহাকবি মাইকেল মধুসূদন পদক (প্রবন্ধ, ২০১২), অমলেন্দু বিশ্বাস স্মৃতি পদক (লােকসংস্কৃতি, ২০০৮), জসীমউদ্দীন গবেষণা পুরস্কার (প্রবন্ধ, ১৯৯৬), মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার (প্রবন্ধ, ১৯৯১)-সহ আঠারােটি পুরস্কার ও স্বীকৃতি লাভ করেন। পেশা: উপপরিচালক, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ উপবিভাগ, বাংলা একাডেমি ।।

তপন বাগচী এর বই সমূহ

(Showing 1 to 60 of 93 items)

Recently Viewed