সমসাময়িক বিশ্ব রাজনীতি নিয়ে লেখা এই বইটি মূলত "দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স বই" এর নতুন একটি সংযোজন, যা সাপ্লিমেন্ট-২ হিসেবে পরিচিত। বইটির কনটেন্ট নির্ধারণে চেষ্টা করেছি বাংলাদেশের সাথে প্রাসঙ্গিক এমন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, কোথায় কোথায় জোর দেওয়া প্রয়োজন বিস্তারিত এসেছে এবারের সাপ্লিমেন্ট-২ এ। রোহিঙ্গা তহবিল আশঙ্কাজনক হারে কমে যাওয়া এবং এর সমাধান, ভিসা নীতি ও নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে করে টানাপোড়েনে করণীয় ইত্যাদি বিষয়গুলোও এসেছে। বইয়ের কনটেন্টসমূহের একটা তালিকা নিচে দেওয়া হলো; ক) ব্রিকস এক্সপানশনিজম, এতে বাংলাদেশের যোগ দেওয়া-না দোওয়া, ব্রিকস নিয়ে ভূরাজনীতি, এবারের সম্মেলন ও অর্জন, বিশ্বব্যবস্থার নতুন রোডম্যাপ, গ্লোবাল সাউথের প্রাসঙ্গিকতা, ব্রিকস কেন্দ্রিক আগামীর বিশ্ব রাজনীতি। (খ) এবারের জি-২০ সম্মেলন, India–Middle East–Europe Economic Corridor (IMEE-EC), Capital Adequacy Frameworks (CAF), নয়া বিশ্বব্যবস্থা, এবারের সম্মেলন ও বাংলাদেশের অর্জন। (গ) শ্রীলঙ্কা যেভাবে ঘুরে দাঁড়ায়, যেসকল যুগান্তকারী পলিসি নিয়েছিলো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কী শিক্ষা নিতে পারে? (ঘ) পশ্চিম আফ্রিকায় সামরিক অভ্যুত্থানের কারণ, ইকোয়াস (ECOWAS), সুদান সংকটের আদ্যোপান্ত, সেখানে চীন-রাশিয়া-ফ্রান্সের ভূমিকা মূল্যায়ন। (ঙ) ন্যাটো এক্সপানশনিজম, সুইডেন ও ফিনল্যান্ডের নিরপেক্ষ নীতি ত্যাগ করার প্রভাব, রাশিয়া সুইডেন ও ফিনল্যান্ডে সামরিক আক্রমণ করবে কিনা, ন্যাটো কেন্দ্রিক বিশ্ন রাজনীতির ভবিষ্যত। (চ) 'সৌদি-ইরান রেপ্রোচমেন্ট' মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে পরিবর্তন নিয়ে আসবে? চীনের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে উত্থান। (ছ) গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুসমূহ (বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক, বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ভারত-কানাডা, বাংলাদেশ-ব্রাজিল ইত্যাদি)। (জ) ডি-ডলারাইজেশন মুভমেন্ট ও এর সম্ভাবনা, ডি-ডলারাইজেশনকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি। (ঝ) বহুমেরু বিশ্বব্যবস্থায় কেমন হওয়া উচিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত 'Indo-Pacific Outlook' এর বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। (ঞ) চলমান বিশ্ব রাজনীতিতে আলোচিত পরিভাষা সমূহ। এই অধ্যায়টি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা ও থিওরি বর্তমানে আলোচনায়। সেগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রায় ৫০টির মতো রিসেন্ট কনসেপ্ট সংযুক্ত করা হয়েছে। (ট) যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিবর্তন করছে বিশ্বব্যবস্থাকে। উপরিউক্ত বিষয়গুলো নিয়েই মূলত বইটি লেখা। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যাদের আগ্রহ রয়েছে আশাকরি বইটি পড়ে তারা সমৃদ্ধ হবেন।
স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ মিরাজ মিয়ার জন্ম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নন্দীখোলা গ্রামে। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিতর্ক করতে ভালোবাসেন। তুলনামূলক রাজনীতি, রাজনৈতিক অর্থনীতি, রাজনৈতিক দর্শন, আমেরিকান পলিটিক্স ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়। লেখক বিশ্ব রাজনীতির সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়া ও নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করেন। "দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স" লেখকের প্রথম বই।