Welcome to Rokomari.com!
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
‘যুক্ত’ ২০০০ সাল থেকে কাজ করছে। একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালনে বিচিত্র বিষয়ঋদ্ধ সৃজনশীল সাহিত্যের সব শাখা, যেমন- গল্প, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ, সাক্ষাৎকার, অনুবাদ, জেন্ডার, চলচ্চিত্র, সঙ্গীত, শিশুসাহিত্য, নৃতত্ত্ব, মুক্তিযুদ্ধ, স্মৃতিকথন ও ক্লাসিক গ্রন্থ প্রভৃতি ক্ষেত্রে যুক্ত নিয়মিত বই প্রকাশ করে চলেছে।
যুক্ত প্রকাশিত গ্রন্থের লেখকদের মধ্যে যেমন আছেন পুরস্কারপ্রাপ্তজন তেমনি আছেন তরুণ ও অনতিতরুণ লেখক বন্ধুরাও। ছোটো-বড়ো সবার জন্যই যুক্ত বই প্রকাশ করে থাকে। শিশুমনের চাহিদা পূরণে সহায়ক ও বয়স-উপযোগী বই তৈরিতে যুক্ত’র অনন্যতা অভিভাবক মহলের প্রশংসা পেয়েছে।
যুক্ত বিশ্বাস করে, তরুণ এবং নারী লেখকদের এগিয়ে আসার ক্ষেত্রে প্রকাশকরা একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। এছাড়া লেখক, প্রকাশক, শিল্পী, চলচ্চিত্রকার, থিয়েটার, গণমাধ্যম ও অন্যান্য ক্ষেত্রের কর্মীদের নিয়ে নিয়মিতভাবে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন যুক্ত’র আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
জনগল্প ৭১ শীর্ষক মুক্তিযুদ্ধভিত্তিক সাধারণ মানুষের অভিজ্ঞতার কাহিনী লিপিবদ্ধকরণ ও নিয়মিত প্রকাশ করা যুক্ত’র একটি ব্যতিক্রমধর্মী প্রয়াস।
(Showing 1 to 60 of 265 items)
demo content