প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
২০২০ সালের ৩১শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় চন্দ্রভুক প্রকাশন (Chondrovuk Prokashon)। প্রতিষ্ঠার তিন সপ্তাহের ব্যাবধানে একুশে বইমেলায় প্রকাশিত হয় প্রথম বই ‘চন্দ্রভুক নির্বাচিত জীবনানন্দ দাশের সেরা কবিতা’। বইমেলা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে শুরু হওয়া করোনা মহামারীর প্রতিকূলতা স্বত্ত্বেও প্রকাশন তার অগ্রযাত্রা অব্যাহত রাখে। চার মাস পর জুনে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরে ‘কিশোর গল্প সংকলন’। একই সাথে প্রকাশিত হয় প্রকাশনের প্রথম মৌলিক উপন্যাস রিয়াজ ফাহমী এর ‘নিভৃতে’। এরপর কিছু সময়ের ব্যাবধানে রিয়াজ ফাহমী এর ‘বাবা’, পিওনা আফরোজ এর ‘কাছের মানুষ দূরের মানুষ’ ও সুহাসিনী এর ‘ফেরারি’ প্রকাশের মাধ্যমে জনপ্রিয় মৌলিক সাহিত্য প্রকাশে প্রকাশন আরও এর ধাপ এগিয়ে যায়। একই সাথে চিরায়ত সাহিত্যকে নতুন ভাবে উপস্থাপন করতে শুরু হয় ‘প্রজেক্ট এভারগ্রিণ’ যা পাঠকদের মাঝে ব্যাপক আলোড়ন তোলে। ইতিমধ্যে প্রকাশনের সাথে যুক্ত হয়েছেন পশ্চিম বাংলার সাহিত্য অকাদেমি যুব পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সাহিত্যিক বিনোদ ঘোষাল, বাংলাদেশের তকিব তৌফিক, এ বি এস রুমন, মারুফ আল আমিন, হেমন্ত হাসান, ইসরাত ইমু, ফারহানা হোসেন, তরিকুল ইসলাম লিমন, অরিত্র দাস, ওয়াহেদ সবুজ প্রমুখ! বর্তমানে প্রকাশনের মোট বইয়ের সংখ্যা ২৬। এছাড়া প্রকাশন এর রয়েছে chondrovuk.com নামে জনপ্রিয় একটি ওয়েবসাইট। বছর জুড়ে সমকালীন, চিরায়ত, থ্রিলার, অনুবাদ, রাজনীতি, আত্ম-উন্নয়ন ও ধর্মীয় বিষয়ে নিত্য নতুন চমক নিয়ে পাঠকদের সাথেই থাকবে চন্দ্রভুক প্রকাশন।
(Showing 1 to 26 of 26 items)
demo content