প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
হ্যারল্ড ল্যাম্ব
হ্যারল্ড ল্যাম্ব । জন্ম ১ সেপ্টেম্বর, ১৮৯২। তিনি ছিলেন একাধারে। ইতিহাসবিদ, চিত্রনাট্যকার এবং ঔপন্যাসিক। নিউ জার্সির আল পাইন এ জন্ম নেয়া মানুষটি খুব অল্প বয়সেই লেখালেখিতে আসেন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় এশিয়া এবং এই এলাকার মানুষের ইতিহাস সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। পাল্প ম্যাগাজিন জাতীয় পত্রিকা দিয়ে যাত্রা শুরু করেন। এক সময় সম্মানজনক অ্যাডভেঞ্চার পত্রিকায়। যােগ দেন। ১৯২৭ সালে তাঁর লেখা চেঙ্গিস খানের জীবনী দারুণ সাফল্য এনে দেয়। এরপরে ১৯৬২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেশ অনেকগুলাে জীবনী এবং ইতিহাসভিত্তিক বই রচনা করেন। ক্রুসেডের ওপর লেখা তার দুই খণ্ডের বইটি দারুণভাবে প্রশংসিত হয়। এর সুবাদে সেসিল ডে মেইল, ক্রুসেড’-এর ওপর নির্মিতব্য তার চলচ্চিত্রে তাঁকে টেকনিক্যাল অ্যাডভাইজার নিয়ােগ করেন। এরপরে তিনি বেশ অনেকগুলাে চলচ্চিত্রে নাট্যকার হিসেবেও কাজ করেন। ইংরেজির। পাশাপাশি ফ্রেঞ্চ, ল্যাটিন, পার্সি আর আরবি ভাষায়ও পারদর্শী ছিলেন। ১৯৬২ সালের ৬ এপ্রিল এই মহান ইতিহাসবিদ, লেখক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।