বরেণ্য কথাশিল্পী বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়ের “আদর্শ হিন্দু হোটেল” উপন্যাসটি ইংরেজ সময়ের পটভূমিতে পঁয়তাল্লিশ- ছেচল্লিশ বছর বয়সী এক বামুন হাজারি ঠাকুর’কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বয়স পঁয়তাল্লিশ-ছেচল্লিশ হলেও সে এখনো স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে জানে, তার মধ্যে যে উদ্যম তা হাজারি ঠাকুর’কে উপন্যাসে চির-তরুণ করে রেখেছে। শূন্য হাতে শুরু করে শুধুমাত্র স্বপ্নকে বাস্তবায়নের তাগিদে লড়ে যাওয়ার এক অদম্য গল্প এবং সে স্বপ্নের পথে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো স্বপ্নের আগুনকে দাউ দাউ করে জ্বলতে সাহায্য করে টেঁপির বন্ধু অতসী কিংবা বিধবা কুসুমের মতো চরিত্ররা। কেউ কেউ বলে, মানুষ স্বপ্নের সমান বড়, তবে কখনো কখনো মানুষ স্বপ্নের চেয়েও বড়। উপন্যাসিক গ্রামীণ পটভূমিকায় উপন্যাসের নায়ক হাজারী ঠাকুরকে তার স্বপ্নের চেয়ে বড় করে তুলেছেন। রাণাঘাটের রেল বাজারের বেচু চক্কতির হোটেলকে কেন্দ্র করে উপন্যাসের শুরু। রাণাঘাটের রেল বাজারের বেচু চক্কতির হোটেলে বড় বড় করে নাম লেখা না থাকলেও, বেচু চক্কতির হোটেল “আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল” লোকজনের তা বুঝতে অসুবিধা হয় না। তাই পাশেই যদু বাড়ুয্যের হোটেল হলেও বেচু বাবুর হোটেলে রসুয়ে-বামুনে চারজন রান্না করতে বেশ হিমশিম খায়। মাথায় কাঁচা-পাকা চুলওয়ালা বেচু চক্কতি গত দশ বছরে রাণাঘাট রেল বাজারের উন্নতির সঙ্গে সঙ্গে তার হোটেলের বেশ উন্নতি করেছে। বনগাঁ, শান্তিপুর, আসাম মেল ট্রেনে করে ফেরা যাত্রীরা মূলত রাণাঘাটের রেল বাজারের হোটেল গুলোর মূল খদ্দের। বেচু চক্কতির হোটেলের চাকর মতি ট্রেন প্ল্যাটফর্মে দাড়ানোর সাথে সাথে রাস্তার ধারে দাঁড়িয়ে হাঁক দেয়, হোটেলে খদ্দের নিয়ে আসে। ফার্স্ট ক্লাসে ৫ আনা- সেকেন্ড ক্লাসে ৩ আনা দরে টিকেট নিয়ে বেচু বাবুর হোটেলে খাবার বিক্রি হয়। রাণাঘাটের এই বেচু চক্কতির হোটেলে গত পাঁচ বছর ধরে রাঁধুনির কাজ করেন এড়োশোলা গ্রামের হাজারী দেবশর্মা। নাম হাজারী দেবশর্মা আর উপাধি চক্রবর্তী হলেও সবাই হাজারী ঠাকুর নামেই চেনে। উপন্যাসে মূল চরত্রের ভূমিকায় থাকে হাজারি ঠাকুর, যদিও তাকে উপন্যাসের প্রথম দিকে দুর্বল চরিত্রের মনে হলেও উপন্যাসের মসৃণ পথে হাজারী ঠাকুরের জিরো থেকে হিরো হওয়ার গল্প পাঠককে অনুপ্রেরণা দেয়।
বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কালজয়ী উপন্যাস রচনার মাধ্যমে জয় করে নিয়েছেন বাংলা ভাষাভাষী পাঠকদের হৃদয়। শুধু উপন্যাসই নয়, এর পাশাপাশি তিনি রচনা করেছেন বিভিন্ন ছোটগল্প, ভ্রমণকাহিনী, দিনলিপি ইত্যাদি। প্রখ্যাত এই সাহিত্যিক ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন, তবে তাঁর পৈতৃক নিবাস ছিল যশোর জেলায়। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তিনি শিক্ষাজীবন অতিবাহিত করেন, যার প্রমাণ পাওয়া যায় তাঁর প্রথম বিভাগে এনট্রান্স ও আইএ পাশ করার মাধ্যমে। এমনকি তিনি কলকাতার রিপন কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পাশ করেন। সাহিত্য রচনার পাশাপশি তিনি শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন অতিবাহিত করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই সমূহ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো 'পথের পাঁচালী', যা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বিভিন্ন ভাষায় অনূদিত হওয়ার মাধ্যমে। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় অর্জন করেছেন অশেষ সম্মাননা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই এর মধ্যে আরো উল্লেখযোগ্য কয়েকটি হলো 'আরণ্যক', 'অপরাজিত', 'ইছামতি', 'আদর্শ হিন্দু হোটেল', 'দেবযান' ইত্যাদি উপন্যাস, এবং 'মৌরীফুল', 'কিন্নর দল', 'মেঘমল্লার' ইত্যাদি গল্পসংকলন। ১০ খণ্ডে সমাপ্ত ‘বিভূতি রচনাবলী’ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই সমগ্র, যেখানে প্রায় সাড়ে ছ’হাজার পৃষ্ঠায় স্থান পেয়েছে তার যাবতীয় রচনাবলী। খ্যাতিমান এই সাহিত্যিক ১৯৫০ সালের ১ নভেম্বর বিহারের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর 'রবীন্দ্র পুরস্কারে' ভূষিত হন।