Welcome to Rokomari.com!
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
মুহাম্মদ পাবলিকেশন। বাংলাদেশের প্রকাশনা জগতের এক নতুন দিগন্ত। ইতিহাসের আয়নায় মননশীল মানুষের আপন আঙিনা ও সৃষ্টিশীলতার প্রিয় আঁতুড়ঘর। বিষয় ও বিষয়ী, আধার ও আধেয়, সৃষ্টি ও সৃজয়িতা, প্রাণ ও প্রাণিতা, চেতন ও বোধি, সভ্যতা ও সংহতি, সংস্কৃতি ও কলা-কল্যাণী, জ্ঞান ও প্রজ্ঞান, যাপন ও উদ্ভাসন, ধর্ম ও সুসমাচার—সহৃদয় হৃদয়সংবেদি মানুষকে ঘিরে যত চর্চা ও চর্যা, শীলন ও অনুশীলন, অধ্যয়ন ও অভিনিবেশন—সকল অনুষঙ্গে বিচিত্র ও মানসম্পন্ন গ্রন্থ নির্মাণের এক বিশ্বস্ত ও বিশুদ্ধ প্রতিষ্ঠান। প্রিয় গ্রন্থসখা, মুহাম্মদ পাবলিকেশন-এর অবারিত গ্রন্থভুবনে আপনাকে স্বাগত। প্রকাশনার জগতে বাংলাদেশে অতি স্বল্পসময়ের ব্যবধানে মুহাম্মদ পাবলিকেশন সুনির্বাচিত বিষয় অবলম্বনে মানসম্মত গ্রন্থপ্রকাশের মাধ্যমে তার ঐকান্তিক কার্যক্রমের শিল্পিত স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে এটি এদেশের সম্মানিত গ্রন্থ-সুধী ও বিজ্ঞ পাঠক ও তাত্ত্বিক সমাজ কর্তৃক অভিনন্দিত ও পুরস্কৃত হয়েছে। সেহেতু মূলত বিদ্যানুসন্ধিৎসু পাঠক-লেখক ও প্রকাশক—এই ত্রি-মননের এক অভাবিতপূর্ব সম্মিলনীর নাম—মুহাম্মদ পাবলিকেশন।
(Showing 1 to 60 of 77 items)
demo content